সোশ্যাল মিডিয়াতে নিজের ও অন্যের ব্যক্তিগত তথ্য গোপন রাখা অত্যন্ত জরুরী। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে সকল প্রকার অনলাইন সমস্যা থেকে সহজেই সুরক্ষিত থাকা সম্ভব।
যা যা ব্যক্তিগত রাখবেন এবং অনলাইনে শেয়ার করবেন নাঃ
১। নিজের ব্যক্তিগত ছবি
২।অর্থনৈতিক তথ্য
৩।ফোন নম্বর
৪।জাতীয় আইডি বা ক্রেডিট কার্ড নম্বর
৫।পাসওয়ার্ড (ইমেল, ফেসবুক, বিকাশ ইত্যাদি)
৬।তাৎক্ষণিক অবস্থান
৭।পারিবারিক ব্যাপার
অন্যান্য ব্যক্তির গোপনীয়তা যেভাবে বজায় রাখবেনঃ
১।যত্ন সহ সঠিক তথ্য শেয়ার করুন
২।অন্যের অনুমতি ছাড়া তাদের ছবি পোস্ট করবেন না
৩।মানুষকে বিব্রত করার চেষ্টা করবেন না
৪। অযথা ঝগড়া করবেন না
৫।রাগের মাথায় কখনই পোস্ট করবেন না
৬।ভুল মানুষের ফাঁদে পড়বেন না।