নিরাপদ ফেসবুক ব্যবহার

প্রতিনিয়ত ফেসবুকের জনপ্রিয়তা যেমন বাড়ছে, সেই সাথে বিভিন্ন একাউন্টে ব্যক্তিগত তথ্য থাকা এবং সামাজিক বা ব্যবসায়িক যোগাযোগ থাকার দরুণ একাউন্টগুলোতে অনেক ক্ষেত্রেই হ্যাকারদের লক্ষ্যে পরিণত হচ্ছে। আর তাই ফেসবুক একাউন্টটিকে সুরক্ষিত রাখতে নিয়মিত নিরাপত্তা পরীক্ষকরণ খুবই জরুরী।  এছাড়াও হ্যাক হতে পুনরুদ্ধারের পরপরই নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করুন –

১। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা উচিত নয়, বর্ণ ও সংখ্যার সংমিশ্রনে পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।

২। জন্মতারিখ, মোবাইল নাম্বার বা নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না।

৩। লগ ইন এর ক্ষেত্রে  Auth/OTP ভিত্তিক দুটি পদক্ষেপ চালু রাখবেন।

৪। একাউন্ট সেটিং এ যাবেন  https://www.facebook.com/settings এবং সংশ্লিষ্ট ই-মেইল এবং মোবাইল নাম্বার যাচাই করবেন। অপরিচিত সব কিছু মুছে ফেলবেন।

৫। সিকিউরিটি অপশনে যাবেন এবং ডিভাইসের সকল  লগ ইন চেক করবেন।

৬। আপনার একাউন্টে কোন কোন অ্যাপস অনুমোদন প্রাপ্ত তা যাচাই করবেন। অপ্রয়োজনীয় অ্যা্পস খুবই দ্রুত মুছে ফেলবেন।

৭। অপরিচিত বা অল্প পরিচিত সকল মোবাইল অ্যাপস মুছে ফেলবেন।

Know More

অনলাইন প্রতারণা শনাক্তকরণঅনলাইন প্রতারণা শনাক্তকরণ

বর্তমানে অনলাইনে প্রতারণা একটি নিত্ত নৈমিত্তিক ঘটনা। প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে প্রতারণা শনাক্তকরণ খুবই জরুরী। নিম্নোক্ত উপায়ে সহজেই প্রতারণা শনাক্ত করা সম্ভব – অনলাইন সংবাদ এবং ওয়েবসাইটগুলি: ১।ডোমেন নাম পরীক্ষা

অনলাইন গোপনীয়তাঅনলাইন গোপনীয়তা

সোশ্যাল মিডিয়াতে নিজের ও অন্যের ব্যক্তিগত তথ্য গোপন রাখা অত্যন্ত জরুরী। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে সকল প্রকার অনলাইন সমস্যা থেকে সহজেই সুরক্ষিত থাকা সম্ভব। যা যা ব্যক্তিগত রাখবেন এবং অনলাইনে

ফেসবুক ক্লোনিং যেভাবে রোধ করবেনঃফেসবুক ক্লোনিং যেভাবে রোধ করবেনঃ

ফেসবুক ক্লোনিং একটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক যার মাধ্যমে স্ক্যামাররা যেকোনো পাবলিক ফেসবুক প্রোফাইল এর তথ্য নিয়ে ফেইক প্রোফাইল তৈরি করে। হ্যাক না করেও এই পদ্ধতিতে ফেইক প্রোফাইল বানানো সম্ভব। এভাবে