করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী জুড়ে অনেক আলোচনা এবং গবেষণা চলছে। প্রতিদিনই আমরা করোনা নিয়ে নতুন নতুন খবর পাচ্ছি যার সত্যতা কতোটুকু তা আমরা সঠিকভাবে জানি না । মানুষের এই উদ্বিগ্নতার জন্য অনেক ভুল খবরকেই আমরা সঠিক বলে মেনে নিচ্ছি এবং এভাবেই নানা ধরনের গুজব এবং ভুল তথ্য ছড়াচ্ছে ।
সাম্প্রতিককালে অনেকেই দাবি করছে যে, থার্মাল স্ক্যানার এর মাধ্যমে করোনা ভাইরাস ডিটেক্ট করা যায়। গবেষণায় এমন কোন প্রমাণ মেলেনি অর্থাৎ এটি আসলে একটি ভুল তথ্য ।
থার্মাল স্ক্যানার শুধুমাত্র শরীরের টেম্পারেচার মাপতে পারে । শরীরের অতিরিক্ত তাপমাত্রা বা জড় করোনা ভাইরাসের বিভিন্ন লক্ষনের একটি মাত্র। এছাড়াও করোনা ভাইরাসের আরও অনেক লক্ষন রয়েছে যেমন- মাথা ব্যথা, স্বাদ – ঘ্রাণ চলে যাওয়া, শুকনো কাশি ইত্যাদি। আবার করোনা ভাইরাসে আক্রান্ত সকল রোগীরই কিন্তু বডি টেম্পারেচার হাই হয় না, আবার বডি টেম্পারেচার হাই হলেই কেউ করোনা আক্রান্ত হয় না। এজন্য থার্মাল স্ক্যানার এর মাধ্যমে পরীক্ষা করে কাউকে নিশ্চিত ভাবে করোনা আক্রান্ত বলা যাবে না। এতে করে গুজব ছড়াবে। কারণ, এর মাধ্যমে শুধুমাত্র শরীরের টেম্পারেচার নির্ণয় করা যায় কিন্তু করোনার অন্যান্য লক্ষন গুলো এর মাধ্যমে ডিটেক্ট করা যায় না। তাই করোনা পরীক্ষার জন্য থার্মাল স্ক্যানার ব্যাবহার করা যাবে না।