করোনা থেকে বাঁচতে হলে পান করতে হবে লেবু পানি!

করোনা ভাইরাসের প্রতিরোধের  জন্য মানুষের মধ্যে নানা ধরনের জনমত সৃষ্টি হয়েছে। এতে করে ছড়াচ্ছে অনেক গুজবও ! 

সাম্প্রতিক কালে একটি খবর ছড়ায় যে, লেবু পানি পান করলে নাকি করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে! এমনকি লেবু পানি প্রস্তুত করার রেসিপির ভিডিও পর্যন্ত নানান ইউটিউব এবং গণমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও টিতে দেখা যায় যে, লেবুর খোসা ছাড়িয়ে, কেটে লেবুর রস গুলো গরম পানি দিয়ে ফুটিয়ে হালকা লবন দিয়ে খেলে করোনা ভাইরাস থেকে বাঁচা যাবে। 

এটি আসলে ভুল ধারণা । বিশেসজ্ঞরা এই বিষয়ে সুনির্দিষ্ট কোন প্রমাণ পায়নি।

 লেবু তে আছে প্রচুর পরিমানে ভিটামিন- সি । আমরা সবাই জানি যে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন- সি বিরাট ভূমিকা পালন করে। তাই লেবু বা লেবুর পানি পান করা শরীরের জন্য ভালো এজন্য বিশেসজ্ঞরা ভিটামিন – সি যুক্ত খাবার খাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। তাই বলে লেবু পানি পান করলেই করোনা সেরে যাবে এই ধারণা ভুল। করোনা থেকে বাঁচতে পরিস্কার- পরিচ্ছন্ন থাকার কোন বিকল্প নেই । 

Know More

নিউমোনিয়া ভ্যাকসিন কি করোনা ভাইরাস নিরাময় করে?নিউমোনিয়া ভ্যাকসিন কি করোনা ভাইরাস নিরাময় করে?

কোভিড -১৯ এর নিয়াময়ে মানুষকে নিউমোনিয়া টিকা দেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর খবর ছড়িয়ে পড়েছে ।  এটি  আসলে একটি ভুল তথ্য।  হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (এইচআইবি) ভ্যাকসিনের মতো নিউমোনিয়ার ভ্যাকসিনগুলি

রোদ পোহালে পুড়ে ছাই করোনাভাইরাসরোদ পোহালে পুড়ে ছাই করোনাভাইরাস

করোনা ভাইরাস নিয়ে চলছে বিভিন্ন আলোচনা এবং গবেষণা । সাম্প্রতিক কালে একটি খবর ছড়িয়েছিল যে, রোদ পোহালে পুড়ে ছাই করোনাভাইরাস ! এটি একটি ভুল ধারনা । সূর্যের UV রশ্মি অনেক

আতশ বাজির গ্যাস বা ধোঁয়া কি কোভিড-১৯ থেকে সুরক্ষা দেয়?আতশ বাজির গ্যাস বা ধোঁয়া কি কোভিড-১৯ থেকে সুরক্ষা দেয়?

করোনা ভাইরাস নিরাময়ের একাধিক তত্ত্ব রয়েছে যা ভাইরাসের মতোই প্রায় দ্রুত গতিতে ছড়াচ্ছে। কোভিড-১৯ সম্পর্কে ভুল তথ্য বাংলাদেশে ২০২০ সালের মার্চের শেষের দিক থেকে ইন্টারনেট এ ছড়িয়ে পরেছে । ইন্টারনেটে