সাম্প্রতিককালে সারাদেশ জুড়ে যখন ফেইসবুক ডাউন হয়ে গেল তখন অনেকেই ভিপিএন এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করেছে। কিন্তু প্রশ্ন হল এই সকল ফ্রী ভিপিএন নিরাপদ কিনা? বেশিরভাগ ক্ষেত্রেই এসকল ফ্রী ভিপিএন ব্যবহার করা মোটেও নিরাপদ হয়। এর কারণ সমূহ নিম্নে উল্লেখ করা হলঃ
১। ফ্রী ভিপিএন, ইউজারদের ডেটার নিরাপত্তায় ব্যাঘাত ঘটায় । অনেক ফ্রী ভিপিএনেই ম্যালওয়্যার থাকে যার মাধ্যমে সাইবারঅ্যাটাকাররা ইউজারদের ডেটা চুরি করে, ডিভাইসে আক্সেস পায় এবং সাইবার অ্যাটাক করে। আইসিএসআই নেটওয়ার্কিং এবং সিকিউরিটি গ্রুপের একটি গবেষণায় দেখা গেছে যে, ২৮৩ টি অ্যান্ড্রয়েড ভিপিএনের মধ্যে ৩৮% এর মধ্যেই ম্যালওয়্যারের উপস্থিতি আছে। সুতরাং, সকল ফ্রী ভিপিএন আপনার জন্য সুরক্ষিত নাও হতে পারে।
২। ফ্রী ভিপিএন টুলসগুলো আপনার অনলাইনের সকল কার্যক্রম ট্র্যাক করে। একটি নিরাপদ ভিপিএন এর তার ইউজারদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করা উচিত, কিন্তু ফ্রী ভিপিএনগুলো ইউজারদের সকল কার্যক্রম ট্র্যাক করে এবং ইউজারদের ডেটা সংগ্রহ করে তা বিজ্ঞাপন দাতাদের কাছে বিক্রি করে দেয়। ফলে বিজ্ঞাপনদাতারা ফ্রী ভিপিএন ইউজারদের টার্গেট করে এডস এর জন্য। অনেক ভিপিএন তাদের ইউজারদের এসকল ডেটা ব্যবহারের কথা উল্লেখ করে দেয় কিন্তু ফ্রী ভিপিএনগুলো তা গোপন করে।
৩। ফ্রী ভিপিএনে ডেটা ব্যবহারে সীমাবদ্ধতা থাকে। কোন ইউজার যখন একটি streaming service থেকে মুভি/সিরিজ দেখে যা তার অঞ্চলের বাহিরে, তখন ভিপিএনগুলো ইউজারের লোকেশন গোপন রাখতে সহায়তা করে। তবে, ফ্রী ভিপিএন ইউজারদের ডেটার ব্যবহারকে সীমাবদ্ধ করে দেয়। এর মধ্যে তারা প্রতি মাসে যে পরিমাণ ডেটা ব্যবহার করতে পারে তা সীমাবদ্ধ করা, ব্রাউজিং সেশন অনুযায়ী ভিপিএন ইউজের পরিমাণ সীমাবদ্ধ করা বা কেবল নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ব্লক করে দেওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে।
৪। ভিপিএন ইউজারদের ইন্টারনেট স্প্রিডে স্লো করে দেয়। এমনকি অনেক নামীদামী ভিপিএন ভেনডরাও তাদের গ্রাহকদের ইন্টারনেটের গতিকে স্লো করে দেয়। যেসকল গ্রাহকরা পেইড সার্ভিস নেয় তাদেরকে অগ্রাধিকার দিয়ে ফ্রী ইউজারদের ইন্টারনেট স্লো করে দেওয়া হয়।
৫। ফ্রী ভিপিএনে বিভিন্ন বিজ্ঞাপনের উপস্থিতি ইউজারদের ডেটার নিরাপত্তা লঙ্ঘন করে। এর ফলে ইউজারদের সকল অনলাইন কার্যক্রম থার্ড পার্টি সার্ভিসদেরদের কাছে চলে যায় যা খুবই বিপদজনক। তবে পেইড ভিপিএন সার্ভিসগুলোতে অ্যাড ব্লকিং টুলস, ম্যালওয়্যার প্রোটেকশন এবং আনলিমিটেড ব্যান্ডউইথ এর সুবিধা রয়েছে যা ইউজারদের ডেটা এবং প্রাইভেসিকে সুরক্ষিত রাখে।